জেলা ও দায়রা জজ

জনাব মোঃ শাহজাহান কবির
সিনিয়র জেলা ও দায়রা জজ,বগুড়া
জনাব মোঃ শাহজাহান কবির
এলএল.বি. (সম্মান), এলএল.এম. (ঢাবি)
এলএল.এম. (কিউসু বিশ্ববিদ্যালয়), জাপান
ডিপ্লোমা অফ হিউম্যান রাইটস এন্ড লিগ্যাল এইড
মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, বগুড়া
জনাব মোঃ শাহজাহান কবির এর সংক্ষিপ্ত জীবনী
শৈশবঃ
বাংলার বারো ভূঁইয়াদের অন্যতম রাজা বসন্ত রায়ের শাসন আমলের প্রাচীন যশোহর রাজ্যের অধীন বঙ্গোপসাগরের আঁচল ছোয়া সুন্দরবন ও কবি মাইকেল মধুসূধন দত্ত এর স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ এর কূল বিধৌত সাতক্ষীরা জেলার বসন্তপুর গ্রামে ১৯৭০ সালের ১লা এপ্রিল বুধবার বাংলা ১৩৭৭ সনের চৈত্র মাসের ১৮ তারিখ বসন্তকালের এক সুন্দরতম দিনে পৃথিবীর বুকে আগমন করেন বিচার বিভাগের উজ্জ্বল তারকা বগুড়া বিচার বিভাগের কর্ণধার, ন্যায় বিচারের প্রতীক, সকলের প্রিয় ও শ্রদ্ধাভাজন জনাব মোঃ শাহজাহান কবির। সেদিন কোকিলের কুহু কুহু ধ্বনিও হার মেনেছিল ছোট্ট শিশুর সেই মুখরিত কান্নার মধুর আওয়াজের কাছে। আনন্দের বন্যায় ভেসেছিলেন পিতা মরহুম ইসহাক আলী ও মাতা মরহুমা মালেকা খাতুনসহ পরিবারের সকল আত্মীয়-স্বজন।
শিক্ষা জীবনঃ
বসন্তুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বৃত্তিসহ সমাপনান্তে তিনি ১৯৮৫ সালে এককালীন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ১৯১৭ ইং সালে প্রতিষ্ঠিত নলতা উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগ, ১৯৮৭ সালে কালীগঞ্জ মহাবিদ্যালয় হতে এইচ.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগ অর্জন করেন। ১৯৯১ সালে তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী প্রাপ্ত হয়ে এলএল.বি (অনার্স) ও ১৯৯২ সালে একই বিশ্ববিদ্যালয় হতে ২য় শ্রেণী প্রাপ্ত হয়ে এলএল.এম ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে তিনি জাপান সরকারের পূর্ন Scholarship প্রাপ্ত হয়ে International Economic & Business Law উপর জাপানের কিউসু বিশ্ববিদ্যালয় হতে পুনরায় এলএল.এম. ডিগ্রী অর্জন করেন। তিনি ২০০৩ সালে অস্ট্রিয়ার University of Vienna এর অধীনে Conference on 10th Willem C Vis International Commercial Arbitration Moot কোর্সে যোগদেন। এছাড়াও তিনি ছাত্র জীবনে আন্তর্জাতিক মানবাধিকার আইনের উপর Diploma ডিগ্রী অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে প্রতিভার স্বীকৃত স্বরুপ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের তৎকালীন চেয়ারম্যান প্রফেসর ড. মফিজুল ইসলাম পাটোয়ারীর অধীনে রিসার্স এ্যাসোসীয়েট হিসাবে যোগদান পূর্বক ‘‘ আন্তর্জাতিক মানবাধিকার আইন’’ ও ‘‘ হিন্দু আইনের’’ উপর দুটি বই প্রকাশে অংশ নেন।
চাকুরী জীবনঃ
তিনি ১৮তম তম বি.সি.এস. (বিচার) ক্যাডারের একজন সদস্য। তাঁর সার্ভিস আইডি নম্বর ১৯৯৮১১৮০১৮।
তিনি বিগত ২৪/০৬/১৯৯৮ ইং তারিখে বাগেরহাট জেলা জজ আদালতে সহকারী জজ হিসাবে চাকুরীতে যোগদান করেন। তিনি ১৯৯৯ সাল হতে ১১/০৯/২০০৩ ইং পর্যন্ত ঢাকা জেলা জজ আদালতে সহকারী জজ হিসাবে, ২১/১০/২০০৪ ইং হতে ২৯/০৪/২০০৬ ইং পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতে সিনিয়র সহকারী জজ হিসাবে, ৩০/০৪/২০০৬ ইং হতে ৩১/০১/২০০৭ ইং পর্যন্ত মহামান্য হাইকোর্ট বিভাগ, ঢাকায় প্রথম সহকারী রেজিস্ট্রার হিসাবে, ০১/০২/২০০৭ ইং হতে ২৪/১০/২০০৭ ইং পর্যন্ত ঢাকা জেলা জজ আদালতে যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে, বিচার বিভাগ পৃথকীকরণের ঐতিহাসিক ০১/১১/২০০৭ ইং তারিখ হতে ০৭/১২/২০১১ ইং পর্যন্ত অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে ঢাকায়, ০৭/১২/২০১১ ইং হতে ২৫/০৪/২০১৩ ইং পর্যন্ত মহামান্য হাইকোর্ট বিভাগ, ঢাকায় ডেপুটি রেজিস্ট্রার হিসাবে, ২৮/০৪/২০১৩ ইং হতে ১২/০২/২০১৫ ইং পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা জজ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে, ২২/০২/২০১৫ ইং হতে ২৩/০৭/২০১৫ ইং পর্যন্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে সিরাজগঞ্জে, ২৯/০৭/২০১৫ ইং হতে ১৩/০৪/২০১৭ ইং পর্যন্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে চট্টগ্রামে, ২০/০৪/২০১৭ ইং হতে ১৯/০৪/২০১৮ ইং পর্যন্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে কিশোরগঞ্জে, ২১/০৪/২০১৮ ইং হতে ২৭/০১/২০২০ ইং পর্যন্ত পরিচালক প্রসিকিউশন হিসাবে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বিগত ০৬/০২/২০২০ ইং হতে ০৩/০৯/২০২৪ ইং পর্যন্ত জেলা ও দায়রা জজ হিসাবে নেত্রকোনায় এবং বিগত ১০/০৯/২০২৪ ইং হতে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসাবে বগুড়ায় যোগদান পূর্বক অদ্যাবধি পর্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।
প্রশিক্ষণঃ
তিনি ১৯৯৯ সালে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ সেন্টার, সাভার হতে ২৪ তম ফাউন্ডেশন ট্রেনিং এ ১৫ টি ক্যাডারের ২৩৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৬ষ্ঠ স্থান অধিকার পূর্বক জুডিসিয়ারীর মুখ উজ্জ্বল করেন। একই সনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট এর অধীনে ১৯তম ফাউন্ডেশন ট্রেনিং, ৪৫তম রিফ্রেশার কোর্স, BILLA এর অধীনে Workshop on Judicial Administration, ২০১৪ সনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট ১২০ তম রিফ্রেশার কোর্স, ২০২০ সনে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট এর অধীনে ১৪৩ তম রিফ্রেশার কোর্স এবং ২০২১ সালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সস্টিটিউট এর অধীনে ২৫তম বিচার বিভাগীয় প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার Western Sydney এর অধীনে University Capacity Building for Judges কোর্সে এবং ২০২৩ সালে ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমী, ভূপালে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।
বিদেশ ভ্রমণঃ
তিনি তার শিক্ষাজীবনে ও চাকুরীজীবনে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো-জাপান, অস্ট্রিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারত।